glimpse

এক ঝলক (২৫ নভেম্বর, ২০২০)

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ৬:৪৫ পূর্বাহ্ণ
 পাথর উত্তোলন বন্ধ থাকায় জাফলংয়ে জমেছে নতুন পাথরের স্তূপ, সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন রূপ। জাফলং, সিলেট, ২৫ নভেম্বর।
পাথর উত্তোলন বন্ধ থাকায় জাফলংয়ে জমেছে নতুন পাথরের স্তূপ, সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন রূপ। জাফলং, সিলেট, ২৫ নভেম্বর।
ছবি: আনিস মাহমুদ
টাঙ্গাইলের বাবুল হোসেন ঢাকা থেকে শিশুদের ফোমের তৈরি খেলনা এনে পাড়া-মহল্লায় ফেরি করে বিক্রি করছেন। বাসস্ট্যান্ড, রাজশাহী, ২৪ নভেম্বর।
টাঙ্গাইলের বাবুল হোসেন ঢাকা থেকে শিশুদের ফোমের তৈরি খেলনা এনে পাড়া-মহল্লায় ফেরি করে বিক্রি করছেন। বাসস্ট্যান্ড, রাজশাহী, ২৪ নভেম্বর।
ছবি: শহীদুল ইসলাম
 শীতের সকালে উঠেছে মিষ্টি রোদ। গাছের পাতার ফাঁক গলে আলো মাটিতে পড়ে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন আলোছায়া। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ২৪ নভেম্বর।
শীতের সকালে উঠেছে মিষ্টি রোদ। গাছের পাতার ফাঁক গলে আলো মাটিতে পড়ে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন আলোছায়া। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ২৪ নভেম্বর।
ছবি: হাসান মাহমুদ
শীতের আগমনে কেডসের কদর বেড়ে গেছে। ফুটপাতের দোকানে কেনাবেচাও বেড়েছে। স্টেশন রোড, ময়মনসিংহ, ২৫ নভেম্বর।
শীতের আগমনে কেডসের কদর বেড়ে গেছে। ফুটপাতের দোকানে কেনাবেচাও বেড়েছে। স্টেশন রোড, ময়মনসিংহ, ২৫ নভেম্বর।
ছবি: আনোয়ার হোসেন
এই শীতে ঘানিতে মাড়াই করা খাঁটি সরষের তেলের চাহিদা বেড়ে যায়। তাই নগরের বিভিন্ন স্থানে ঘোড়া বা গরু দিয়ে সরষে মাড়াই শুরু হয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, রংপুর, ২৫ নভেম্বর।
এই শীতে ঘানিতে মাড়াই করা খাঁটি সরষের তেলের চাহিদা বেড়ে যায়। তাই নগরের বিভিন্ন স্থানে ঘোড়া বা গরু দিয়ে সরষে মাড়াই শুরু হয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, রংপুর, ২৫ নভেম্বর।
ছবি: মঈনুল ইসলাম
১০সিটি করপোরেশনের উদ্যোগে সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকা, নারায়ণগঞ্জ, ২৪ নভেম্বর।
১০সিটি করপোরেশনের উদ্যোগে সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। বঙ্গবন্ধু সড়কের ডিআইটি এলাকা, নারায়ণগঞ্জ, ২৪ নভেম্বর।
ছবি: দিনার মাহমুদ
নিজের হাতে বাঁশের ঝুড়ি তৈরি করে বিক্রির জন্য সিলেট শহরে যাচ্ছেন কানাইঘাট উপজেলার জাফর মিয়া। নগরের কিনব্রিজ এলাকায় গিয়ে পাইকারি দরে বিক্রি করবেন এসব ঝুড়ি। ঝালোপাড়া, সিলেট, ২৫ নভেম্বর।
নিজের হাতে বাঁশের ঝুড়ি তৈরি করে বিক্রির জন্য সিলেট শহরে যাচ্ছেন কানাইঘাট উপজেলার জাফর মিয়া। নগরের কিনব্রিজ এলাকায় গিয়ে পাইকারি দরে বিক্রি করবেন এসব ঝুড়ি। ঝালোপাড়া, সিলেট, ২৫ নভেম্বর।
ছবি: আনিস মাহমুদ
সবুজ পাহাড়ে হলুদ তোলার মৌসুম শুরু হয়েছে। জুমচাষিরা হলুদ সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। স্থানীয় বাজারে প্রতি মণ বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। গুইমারা, খাগড়াছড়ি, ২৫ নভেম্বর।
সবুজ পাহাড়ে হলুদ তোলার মৌসুম শুরু হয়েছে। জুমচাষিরা হলুদ সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। স্থানীয় বাজারে প্রতি মণ বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। গুইমারা, খাগড়াছড়ি, ২৫ নভেম্বর।
ছবি: নীরব চৌধুরী
ইট–কাঠের শহরে ছাতিমগাছের দেখা মেলা ভার। একগুচ্ছ ফুলকে ঘিরে থাকে চার থেকে সাতটি পাতা। আর এ জন্য সংস্কৃত ভাষায় এই গাছের নাম সপ্তপর্ণ বা সপ্তপর্ণা। দীর্ঘ লম্বাটে পাতাগুলো গাছের শাখায় যেন পরস্পর হাত ধরে থাকে। আর শেষে সব পাতা এক হয়ে গাছের মাথায় একটা গাঢ় সবুজ ছাতা মেলে ধরে। দেখলেই একটা অতিকায় ছাতার কথা মনে পড়ে বলেই কি এ দেশে এর নাম ছাতিম! ২৫ নভেম্বর, গুলশান-১, ঢাকা
ইট–কাঠের শহরে ছাতিমগাছের দেখা মেলা ভার। একগুচ্ছ ফুলকে ঘিরে থাকে চার থেকে সাতটি পাতা। আর এ জন্য সংস্কৃত ভাষায় এই গাছের নাম সপ্তপর্ণ বা সপ্তপর্ণা। দীর্ঘ লম্বাটে পাতাগুলো গাছের শাখায় যেন পরস্পর হাত ধরে থাকে। আর শেষে সব পাতা এক হয়ে গাছের মাথায় একটা গাঢ় সবুজ ছাতা মেলে ধরে। দেখলেই একটা অতিকায় ছাতার কথা মনে পড়ে বলেই কি এ দেশে এর নাম ছাতিম! ২৫ নভেম্বর, গুলশান-১, ঢাকা
ছবি: মহিউদ্দিন ফারুক