glimpse

মেডিকেলে ভর্তি পরীক্ষা, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

মেডিকেলে ভর্তি পরীক্ষা, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ৮:৫০ পূর্বাহ্ণ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা হয়ে গেল আজ শুক্রবার। ১ লাখ ২২ হাজার ৮৭৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। ১৯টি কেন্দ্রে ৫৫টি ভেন্যুর ৭৫টি হলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হলেও কেন্দ্রের বাইরে অভিভাবকদের প্রচণ্ড ভিড় ছিল। অনেকের মুখে ছিল না মাস্ক, মানা হয়নি সামাজিক দূরত্বও। দেশের বিভিন্ন স্থান থেকে আলোকচিত্রীদের পাঠানো ছবিতে সে চিত্রই ফুটে উঠেছে।

কেন্দ্রের ভেতরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, বাইরে ভিড় করছেন অভিভাবকেরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রে
কেন্দ্রের ভেতরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, বাইরে ভিড় করছেন অভিভাবকেরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রে
ছবি: সোয়েল রানা
হলে প্রবেশের মুখে পরীক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়নি, মাপা হয়নি তাপমাত্রা। সামাজিক দূরত্ব না থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
হলে প্রবেশের মুখে পরীক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়নি, মাপা হয়নি তাপমাত্রা। সামাজিক দূরত্ব না থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: জুয়েল শীল
পরীক্ষা দিয়ে বের হয়েছেন শিক্ষার্থীরা। যানবাহন না পেয়ে হেঁটেই রওনা দিয়েছেন যে যাঁর গন্তব্যে। বগুড়া শহরতলির তেলিপুকুর এলাকায়
পরীক্ষা দিয়ে বের হয়েছেন শিক্ষার্থীরা। যানবাহন না পেয়ে হেঁটেই রওনা দিয়েছেন যে যাঁর গন্তব্যে। বগুড়া শহরতলির তেলিপুকুর এলাকায়
ছবি: সোয়েল রানা
ভেতরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকেরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রের সামনে
ভেতরে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকেরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রের সামনে
ছবি: সোয়েল রানা
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের গায়ের তাপমাত্রা মেপে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল সাড়ে ৮টায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের মূল ফটকে
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের গায়ের তাপমাত্রা মেপে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল সাড়ে ৮টায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের মূল ফটকে
ছবি: এম সাদেক
পরীক্ষার হলে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। ফরিদপুরে সারদা সুন্দরী মহিলা কলেজ কেন্দ্রে
পরীক্ষার হলে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। ফরিদপুরে সারদা সুন্দরী মহিলা কলেজ কেন্দ্রে
ছবি: আলীমুজ্জামান
 করোনার সংক্রমণ বাড়ছে। সেই ভয় উপেক্ষা করেই পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ঠাসাঠাসি ভিড়। রংপুর নগরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সামনে
করোনার সংক্রমণ বাড়ছে। সেই ভয় উপেক্ষা করেই পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ঠাসাঠাসি ভিড়। রংপুর নগরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সামনে
ছবি: মঈনুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদসংলগ্ন মূল ফটকটি বন্ধ রেখে খোলা রাখা হয়েছে পকেট গেটটি। এতে ভোগান্তিতে পড়েছেন মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে বের হতে যাওয়া শিক্ষার্থীরা। ছোট্ট গেট দিয়ে বের হতে গিয়ে ভিড় লেগে গেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদসংলগ্ন মূল ফটকটি বন্ধ রেখে খোলা রাখা হয়েছে পকেট গেটটি। এতে ভোগান্তিতে পড়েছেন মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে বের হতে যাওয়া শিক্ষার্থীরা। ছোট্ট গেট দিয়ে বের হতে গিয়ে ভিড় লেগে গেছে
ছবি: দীপু মালাকার
গণপরিবহনের জন্য ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সকালে শাহবাগে
গণপরিবহনের জন্য ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সকালে শাহবাগে
ছবি: দীপু মালাকার